বুধবার ২৭ নভেম্বর ২০২৪ - ০৯:১৭
মানুষের প্রতি সদয় হও

হাওজা / নমনীয়তা ও দয়া প্রকাশের মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায় এবং কঠোরতা ও রুক্ষতার কারণে মানুষ অপমানিত ও লাঞ্চিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নমনীয়তা ও দয়া প্রকাশের মাধ্যমে মানুষ যেমন মানুষের নিকট সম্মানিত ও পছন্দনীয় মানুষ হয়ে উঠে, তেমনি কঠোরতা, রুক্ষতা ও নির্দয়তা প্রকাশের মাধ্যমে সেই মানুষের নিকট হয়ে উঠে চক্ষুশূল, অপছন্দের মানুষ।

ইমাম জাফর সাদিক (আ.) বলেন,

إنْ شِئْتَ أَنْ تُكْرَمَ فَلِنْ وَ إِنْ شِئْتَ أَنْ تُهَانَ فَاخْشُنْ.

যদি সম্মানিত হতে চাও, তবে নমনীয় ও দয়ালু হও; আর যদি অপমানিত হতে চাও, তবে কঠোর ও কর্কশ হও।

[উসুলে কাফি খন্ড- খন্ড- ১, পৃষ্ঠা- ২৬]

আপনি যদি সম্মান পেতে চান, ভদ্র এবং দয়ালু হন এবং আপনি যদি অপমানিত হতে চান তবে কঠোর হন।

( উসুল কাফী (আল-আকল ও জাহেলিয়াতের অধ্যায়), ভলিউম 1, পৃষ্ঠা 26)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha